শেরপুরের শ্রীবরদীতে মুক্তিযোদ্ধা পরিবারের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সভা করেছেন। ১১ সেপ্টেম্বর সোমবার শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের বাড়িতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক আব্দুল মজিদ নুরুল ইসলাম, মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন, নাসির উদ্দীন, আজিজুল হক, নুরুজ্জামান, আবুল কাশেম, আমেজ উদ্দিন,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি কামরুজ্জামান যুবলীগ নেতা রাশেদুল হক, আওয়ামী লীগ নেতা মোতাবেক হোসেন তারা, আইন সহায়তা কেন্দ্র (আসক) সভাপতি সামছুল হক প্রমুখ। বক্তারা বলেন বেশ কিছু দিন পুর্বে মেঘাদল গ্রাসের বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের মেয়ের ঘরের নাতনীর বিয়ে হয় পার্শ্ববর্তী বকশিগঞ্জ উপজেলার টেংরামারি গ্রামের মিজানুর রহমানের সাথে। পরে তাদের সাথে বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটে। বিবাহ বিচ্ছেদের ঘটনার পর মিজানুর রহমান তার তালাক প্রাপ্ত স্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে তার স্ত্রীর আপত্তিকর ছবি পোস্ট করেন। এ বিষয়ে মেয়ের মা শিউলী বেগম বাদি হয়ে বকশিগঞ্জ থানার মামলা নং ৬ ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন । উক্ত মামলা দায়ের করার পর আসামী মিজানুর রহমান গ্রেফতার হন। হাজত থেকে জামিনে ছাড়া পেয়ে মিজানুর রহমান মামলা তুলে নিতে বাদির পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। বাদি শিউলি বেগমের অভিযোগ মামলা তুলে না নেয়ায় মিজানুর রহমান প্রতারণার আশ্রয় গ্রহণ করে তার মা আঞ্জু আরা বেগমের নামে আদালতে একটি চেক জালিয়াতির মিথ্যা প্রচারণা মামলা দায়ের করেন। শিউলি বেগম বলেন তার পিতা সুনামধন্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান তিনি একজন ইউপি সদস্য ও। তার অভিযোগ মিজানুর রহমানের নামে দায়ের করা মামলা তুলে না নেয়ায় সে তার মা আঞ্জুয়ারা বেগমের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে আসছে। বক্তারা উক্ত মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা।