আওয়ালীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন ‘‘যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবেনা বাংলাদেশথথ। যারা রাজনীতি করেন তারা এটা মনেপ্রাণে বিশ্বাস করেন। শেখ হাসিনা দুধের মত পরিষ্কার। সাবেক কৃষি মন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নকলা নালিতাবাড়ী আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী সোমবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মুজিব শতবর্ষ মঞ্চে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘শেখ হাসিনাকে কটু কথা বলার আগে কমপক্ষে দশ বার ভেবে দেখবেন।থ তিনি আরও বলেন অফিস থেকে যাদের একশ গজ দূরে যাওয়ার ক্ষমতা নাই তারা কিভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেন। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। শুধু শুধু লাফালাফি করবেন না। তিনি বলেন প্রধানমন্ত্রী সততার রাজনীতি করেন। যারা ইয়াতিমের টাকা চুরি করে তারা কিভাবে দেশ ও দশের উপকার করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বছির আহমদ বাদল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় মতিয়া চৌধুরী উপজেলার ৬৩২টি মসজিদ ৮০ মন্দির ১৬টি গীর্জা ও ২০টি শ্মশানকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও ৫৩৭ টি বিদ্যালয়ের শিক্ষার্থীকে নগদ ১ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন।