গাজীপুর সিটি করপোরেশন একটি সত্যিকারের সবুজ শ্যামল শহর হিসেবে গড়ে উঠছে। সিটির যোগাযোগ ব্যবস্থায় সড়ক ড্রেনসহ রাস্তা প্রশস্ত এবং উন্নয়ন দৃশ্যমান হওয়ায় এমনই অভিমত নগরবাসীর। এরই ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের উন্নয়ন নিয়ে ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম (কালু) জানান, উন্নয়নের অগ্রদূত মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর চারাগাছ, একটি আধুনিক পরিকল্পিত নগর গড়ার কারিগর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম। নগরের ২৪ নং ওয়ার্ড কে একটি আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ার লক্ষে এক শত কোটি টাকার কাজ চলমান এই ওয়ার্ডে। ইতিমধ্যে প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।যার মধ্যে ২৪ নং ওয়ার্ডের ১৪ কিলোমিটার রাস্তা, ৮ কিলোমিটার ড্রেন সহ রাস্তার কাজ সম্পন্ন হয়েছে, ইতিমধ্যে সেলিম ভিলা হইতে ছোট বাড়ি গার্মেন্টস পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা,শিমুলতলী হইতে ফাওকাল হয়ে চতর বাজার পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার রাস্তা সম্পন্ন হয়েছে। এবং রাতে জনসাধারণের চলাচলের সুবিধার্থে রাস্তার পাশে পাঁচ শত ল্যাম্প লাইট দেয়া হয়েছে। একটি আধুনিক ওয়ার্ড গড়ার লক্ষে আগামী দিনগুলোতে আরো অনেক উন্নয়নমূলক কাজ করে যাবো।