সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কাশিমপুরে অটো রিকশা চালক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজন আটক গাজীপুরের কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের হাতে নৃশংসভাবে অটো চালক খুন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মামুন মন্ডল গ্রেফতার স্মার্ট কার্ড বিবরণী অনুষ্ঠান সেবা কেন্দ্র পরিদর্শনে শাহ রিয়াজুল হান্নান উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ গাজীপুরে বিশ্ব মান দিবস পালন শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর ২০২৪ পালিত

২৩তম বর্ষে পদার্পণ করছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সমাপ্তির পথে সাড়ে তিনশ কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড | সময়ের দেশ

বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে

বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ও বাংলাদেশের ‘রূপকল্পথ এবং ‘সমৃদ্ধ বাংলাদেশ ২০৪১থ বাস্তবায়নের স্বপ্ন নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩শ ৪৫ কোটি ৭৭ লক্ষ টাকার উন্নয়ন কর্মকান্ড প্রায় সমাপ্তির পথে।

প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি কৈশোর পেরিয়ে যৌবন পদার্পন করতে যাচ্ছে।
১৯৯৯ সালে ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীথর নামে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়টি ২২ বছর পদার্পণ করলেও ২০০৮ সাল পর্যন্ত অবকাঠামোগত উন্নয়নের চিত্র সন্তোষজনক ছিল না।

বর্তমান সরকারের সময়ে এসে এর অগ্রযাত্রা শুরু হয়ে বর্তমানে এর উন্নয়ন চিত্র চোখে পড়ার মতো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সমাপ্ত ও চলমান প্রকল্পের আওতায় ভৌত অবকাঠামোগত উন্নয়ন, সেবা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিকসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট ছিল না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যমান সমস্যাগুলোর লিখিত প্রতিবেদন আকারে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার পর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এ প্রতিষ্ঠানের চিত্র দেখে তাঁদের আন্তরিক সহযোগিতার কথা জানান এবং পর্যায়ক্রমে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। এরই ধারাবাহিকাতায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষে ও সংশ্লিষ্ট দপ্তরের প্রচেষ্টাও আন্তরিকতায় চলমান প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ার পথে।

২০২১-২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গৃহীত পদক্ষেপ সমূহ : ৃৃৃৃৃৃৃৃ.ৃৃৃৃৃ………………
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, প্রশাসন ও অবকাঠামোগত উন্নয়ন ২০১৬ সালে প্রণীত বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মাস্টার প্ল্যান অনুযায়ী “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শক্তিশালীকরণচ্-শীর্ষক প্রকল্পটি মোট ৩৪৫৭৭.০০ লক্ষ (তিনশত পঁয়তাল্লিশ কোটি সাতাত্তর লক্ষ) টাকা ব্যয়ে জুলাই ২০১৬ হতে জুন ২০১৯ মেয়াদে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ২৫ অক্টোবর ২০১৬ তারিখে অনুমোদন লাভ করে।

পরবর্তীতে জুলাই/২০১৬ হতে জুন/২০২২ মেয়াদে সংশোধন আকারে অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। অনুমোদিত প্রকল্পটির আওতায় বাস্তবায়নাধীন কার্যক্রম:-
১. ভূমি অধিগ্রহণ
২. ভূমি উন্নয়ন
৩. ১২-তলা বিশিষ্ট একাডেমিক-কাম-রিসার্চ ভবন নির্মাণ
৪. ১০-তলা বিশিষ্ট প্রশাসনিক অ্যানেক্স উত্তর ভবন নির্মাণ
৫. জননেতা আব্দুল মান্নান হলের অবশিষ্ঠ অংশ (৩য়, ৪র্থ ও ৫ম তলার) ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২৫০ ছাত্রের জন্য)
৬. নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল নির্মাণ (৭০০ ছাত্রীর জন্য)
৭. ১০-তলা ভিতে ০৬ তলা পর্যন্ত শেখ রাসেল হল নির্মাণ (৫৫০ ছাত্রের জন্য)
৮. ১০-তলা ভিতে ০৫ তলা পর্যন্ত মাল্টিপারপাস ভবন নির্মাণ
৯. সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ১০ তলা ভিতে ০৫ তলা পর্যন্ত আবাসিক ভবন নির্মাণ (প্রতি তলায় ০২টি ইউনিট) (গ্রেড ৩ ও ৪ এ র জন্য)
১০. বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে পানি ও আরসিসি রাস্তা নির্মাণ
১২. কালভার্ট নির্মাণ
১৩. আরসিসি ড্রেইন এবং ঢাকনাযুক্ত ডাস্টবিন নির্মাণ
১৪. নতুন স্থাপনাসমূহে গ্যাস লাইন সংযোগ
১৫. প্রস্তাবিত ভবনসমূহের জন্য আসবাবপত্র ক্রয়
১৬. বৈজ্ঞানিক যন্ত্রপাতি/ল্যাব যন্ত্রপাতি, কেমিক্যালস ও সামগ্রী ক্রয়
১৭. মেডিকেল যন্ত্রপাতি ক্রয়
১৮. ক্রীড়া সামগ্রী ক্রয়
১৯. অফিস যন্ত্রপাতি ক্রয়
২০. কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বই ও সাময়িকি ক্রয়
২১. যানবাহন ক্রয় (ছাত্র-ছাত্রীদের জন্য ০২ টি বাস, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ০১টি মিনিবাস ও ০১টি মাইক্রোবাস)
২২. বিভিন্ন সভার সম্মানী ও সিটিং ভাতা
২৩. প্রশাসনিক ব্যয়
২৪. পরামর্শক সেবা (১%)
২৫. ফিজিক্যাল কন্টিনজেন্সি (১%)
২৬. প্রাইস কন্টিনজেন্সি (১%)

বর্ণিত কার্যক্রমসমূহের বাস্তবায়ন কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৃ………………….
আশা করা যাচ্ছে প্রকল্পটি বাস্তবায়ন কাজ সমাপ্ত হলে শিক্ষা, প্রশাসন এবং অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। অবকাঠামোগত উন্নয়নের কারণে ছাত্র-ছাত্রীরা নতুন ও উন্নত শিক্ষার পরিবেশ পাবে যা দক্ষ মানব সম্পদ গঠনে সহায়ক হবে।

(ক) ইতোপূর্বে যে সমস্ত উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছ:-
“মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নয়নচ্-শীর্ষক প্রকল্প (জুলাই ২০১৩ হতে জুন ২০১৭ মেয়াদে) ৫,১৭৪.০০ লক্ষ টাকা (সংশোধিত ৫,৬৯০.০০ লক্ষ টাকা) ব্যয় সম্বলিত বর্ণিত প্রকল্প ৩০ জুলাই ২০১৩ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদন লাভ করে। প্রকল্পটি গত ৩০ জুন ২০১৭ সমাপ্ত হয়। সমাপ্ত প্রকল্পের প্রধান প্রধান

অঙ্গসমূহ ছিল নিম্নরুপ :-
১. ভাইস-চ্যান্সেলর-এর বাসভবন নির্মাণ
২. জননেতা আব্দুল মান্নান হল নির্মাণ (২৫০ আসন ছাত্রের জন্য)
৩. আলেমা খাতুন ভাসানী হল নির্মাণ (২৫০ আসন ছাত্রীর জন্য)
৪. তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য ডরমিটরি নির্মাণ (২০ ইউনিট)
৫. নতুন একাডেমিক ভবন নির্মাণ
৬. অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ
৭. বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণ
৮. সীমানা প্রাচীর নির্মাণ
৯. গ্যাস লাইন স্থাপন
১০. জেনারেটর যন্ত্রপাতি ক্রয়
১১. আসবাবপত্র ক্রয়
১২. যানবাহন ক্রয় (১টি মাইক্রোবাস ও ১টি এ্যাম্বুলেন্স)
১৩. বিবিধ
১৪. ফিজিক্যাল কন্টিনজেন্সি
১৫. প্রাইস কন্টিনজেন্সি (খ) “পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উন্নয়নচ্-শীর্ষক গুচ্ছপ্রকল্পে আওতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই ২০০৮ হতে জুন ২০১৬ পর্যন্ত মেয়াদে মোট ৩৭ কোটি ০৫ লক্ষ টাকার কার্যক্রম বাস্তবায়িত হয়।

বর্ণিত সমাপ্ত প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নসমূহ :-

০১. ৯৪৫.০০ লক্ষ (নয় কোটি পঁয়তাল্লিশ লক্ষ) টাকা ব্যয়ে ৫-তলা লাইব্রেরি কাম ক্যাফেটেরিয়া ভবন নির্মাণ
০২. ১০৪৩.০০ (দশ কোটি তেতাল্লিশ লক্ষ) টাকা ব্যয়ে ৪০০ আসনের ছাত্র হল (বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হল) নির্মাণ।
০৩. ৬১৫.০০ লক্ষ (ছয় কোটি পনের লক্ষ) টাকা ব্যয়ে ৫-তলা ৩০ ইউনিটের শিক্ষক কর্মকর্তা ডরমিটরি নির্মাণ
০৪. ৫৪৫.০০ লক্ষ (পাঁচ কোটি পঁতাল্লিশ লক্ষ) টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পে ৪-তলা ভিতে ২-তলা একাডেমিক ভবনের (৩য় ও ৪র্থ তলা) ঊর্ধ্বমুখী সম্প্রসারণ।
(গ) সরকার কর্তৃক যথাসময়ে অনুদান পাওয়া, প্রকল্প অফিসের যথাযথ পদক্ষেপ, বাস্তবায়নকারী অফিসের সঠিক সময়ে বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বলিষ্ঠ নেতৃত্ব এ সকল সাফল্যের পেছনে অবদান রয়েছে।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি যে সকল অবকাঠামোগত উন্নয়ন হয়েছে তা ০৬টি অনুষদের আওতায় ১৮টি বিভাগের জন্য যথেষ্ট নয়। ফলে এখনো বিচ্ছিন্নভাবে একাডেমিক কার্যক্রম চলছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর সোলাইমান জানান, চলমান উন্নয়ন প্রকল্প “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শত্তিশালীকরণচ্-শীর্ষক প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে চলমান বিভাগগুলোর সংকটসহ বিশ্ববিদ্যালয়ের বিবিধ সমস্যা দূর হবে এবং আরো নতুন নতুন বিভাগ খোলার সুযোগ সৃষ্টি হবে।

ভৌত আবোকাঠামোগত উন্নয়নের ফলে আরো নতুন নতুন বিভাগ খোলার মাধ্যমে অধিক সংখ্যক ছাত্র ছাত্রী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাবে, যা দক্ষ মানব সম্পদ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে। ফলে দেশ ও জাতি পাবে দক্ষ মানব সম্পদ।
এছাড়া দেশের অর্থনীতির চাকা অধিকতর সচল ও পরিবেশবান্ধব হবে, দেশের ক্ষুধা ও দরিদ্রতা দূর হবে, এবং সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনাও সফলভাবে বাস্তবায়িত হবে।

তিনি আরও বলেন চলমান প্রকল্প সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আরও নতুন প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হবে (তথ্য সংশ্লিষ্ট অফিস)

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102