বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৪ ও ৫ নং ওর্য়াডের সচেতন নাগরিক এর আয়োজনে আজ ৯ অক্টোবর শনিবার মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাবিবপুরের কৃতিসন্তান র্যাব-৮ বরিশাল এর পরিচালক(সিও) মোঃ জামিল হাসান। এসময়ে তিনি তার দিকনির্দেশনা ও গঠনমূলক বক্তব্যে বলেন, “মাদক ও ইভটিজিং রিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু এব্যাপারে যুব সমাজ ও শিক্ষার্থীদের আচার-আচরণের দিকে বিশেষ ভাবে খেয়াল রাখা উচিত অভিভাবক ও শিক্ষক মন্ডলীদের। শিক্ষার্থীদের শিষ্টাচারের দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন। এছাড়াও তিনি যুবসমাজকে মাদক ও ইভটিজিং এর ভয়াবহতা থেকে দূরে থাকার আহবান জানান। ”
এসময়ে বক্তব্য রাখেন, ওটারা ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক রাড়ী, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মোঃ ফারুক মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সালাউদ্দিন সেলিম, সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রিয়লাল ঘোষ, হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, উজিরপুর মডেল থানার সহকারী পুলিশ পরিদর্শক মোঃ খায়রুজ্জামান।
সেসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সুধীজন ও সচেতনজন, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ সহ প্রমূখ।