‘পরিবেশ বান্ধব নগর গড়ি, কার্বন নিঃসরণ সীমিত করিথ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বৃহস্পতিবার ৭ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন ও বেসরকারী সংস্থা ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আয়োজনে সিটি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সিটি কর্পোরেশনের সচিব মো: মোস্তাফিজুর রহমান, এছাড়াও অনুষ্ঠানে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার একেএম শাহীন মন্ডল, সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে, সিনিয়র নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: রহমত উল্ল্যাহ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল হামিদ সরকার, ব্র্যাক কর্মকর্তা শেখ বাবলুর রহমান ও মো: শামীম আল মামুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো: আমিনুল ইসলাম বলেন, একটি সুস্থ্য-সুন্দর, বাসযোগ্য ও পরিচ্ছন্ন পরিকল্পিত নগরী গড়তে প্রত্যেক নাগরিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেজন্য যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে ফেলতে হবে। তিনি আরো বলেন, শিল্প বর্জ্যের মারত্মক দূষণের হাত থেকে পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে যার যার অবস্থান থেকে সচেতনভাবে কাজ করে যেতে হবে।
এর আগে সকালে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।