রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর প্রেসক্লাবে প্রশাসক নিয়োগের দাবিতে সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও বিএনপি বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাপাসিয়ায় মাদকাসক্ত পুত্র হত্যার দায়ে মা গ্রেফতার। কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আকাশ রায় নামের এক ব্যক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গাজীপুর মহানগর প্রেসক্লাবের স্মরণিকা “অন্বেষা”র মোড়ক উন্মোচন ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত  বাড়ি দখলে বাধা দেওয়ায় নারীর শ্লীলতাহানি, থানায় অভিযোগ ক্যাপিটা টাইমস স্কয়ার মার্কেট: প্রতিশ্রুতির ফাঁদে পাঁচ শতাধিক ক্রেতা টঙ্গীতে ১৬ মামলার আসামি ‘নারকাটা’ মাসুদ গ্রেপ্তার

জবি প্রেসক্লাবের “বঙ্গবন্ধ ও গণমাধ্যম” শীর্ষক ওয়েবিনার | সময়ের দেশ

রাকিবুল ইসলাম রিয়াদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষীকি ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে “বঙ্গবন্ধু ও গণমাধ্যম” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে । রোববার (৩ অক্টোবর) রাতে এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হয় ।

ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুলাহ, নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন কর্মকর্তা মো: জাহিদুল ইসলামনস সজল সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন,  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভপতি কুদ্দুস আফ্রাদ, সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ,সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ ।

প্রধান বক্তা বক্তব্যে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, বঙ্গবন্ধু সাংবাদিকতার সাথে ওৎপ্রোতভাবে যুক্ত ছিলেন । তিনি সবসময় সাংবাদিকদের পা‌শে রেখে কাজ করেছেন । তি‌নি আশাবাদ ব্যক্ত ক‌রে ব‌লেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা বলিষ্ঠতা এবং দৃঢ়তা ধরে রাখবেন। আপনাদের হাত ধরে অনুসন্ধানী সাংবাদিকতা আ‌রো বাড়‌বে।

জ‌বি শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি অধ্যাপক ড. নূরে আলম আব্দুলাহ ব‌লেন, বঙ্গবন্ধুর সা‌থে সাংবাদিক‌দের সুসম্পর্ক ছিল। তি‌নি অ‌নেক বিষ‌য়ে সিদ্ধান্ত নি‌তে আশপা‌শের সাংবাদিক‌দের পরামর্শ নি‌তেন। বি‌শেষ ক‌রে তোফাজ্জল হো‌সেন মা‌নিক মিয়া ও এবিএম মূসা প্রমুখ। জ‌বি প্রেসক্লাব ইউ‌নিভা‌র্সি‌টির সুনাম বজায় রাখ‌বে এবং প্রগ‌তি‌শীল সাংবা‌দিকতার চর্চা কর‌বে এই আশা  ক‌রি।

নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম বলেন,  দেশের ক্রমবর্ধমান ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস) বিপ্লবকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে, নগদ বাংলাদেশ ডাক বিভাগের এমন একটি উদ্যোগ, যা মানুষের প্রতিদিনের আর্থিক লেনদেনকে সহজ করে তুলেছে। নগদ সবসময়ই এমন সৃজনশীল উদ্যোগ,  স্বাধীনতা ও বঙ্গবন্ধু বিষ‌য়ে সবসময়ই সবার পা‌শে আ‌ছে। আগামী দি‌নে “জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় প্রেসক্লাব” সাথে নগদ সুসম্পর্ক বজায় থাক‌বে।

জবি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে সাংবাদিকতার রাস্তাকে সুগম করেছিলেন বঙ্গবন্ধু। সাংবাদিকদের মাধ্যমেই তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের খোঁজ খবর রাখতেন।

তিনি আরো বলেন , স্বাধীনতার পর দেশে প্রচুর ভুইফোঁর পত্রিকা প্রকাশিত হতে থাকে, যাদের অধিকাংশের উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলা। বঙ্গবন্ধু যখন এটা আঁচ করতে পারেন তখন ঐ পত্রিকাগুলো বন্ধ করে দেন। এই মহৎ কাজটিকে নিয়েও বর্তমানে কুচক্রী মহল মিথ্যাচার করে বেড়ায়।

ওয়েবিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেকের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য নোমান আল আব্দুলাহ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জগেশ রায় ।

ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও বিডি নিউটুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মুবারক হোসেন, বিশ্ববিদ্যালয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপু সহ অন্যান্য অতিথিবৃন্দ ।

অনুষ্ঠা‌নে শু‌ভেচ্ছা  বক্তব্য রা‌খেন  উ‌দ্ভিদ‌বিজ্ঞান বিভা‌গের চেয়ারম্যান অধ্যাপক ড.সাখাওয়াত ‌হোসেন, ম‌নো‌বিজ্ঞান বিভা‌গের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মাদ ভূ‌গোল ও প‌রি‌বেশ বিভাগের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল কা‌দের প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৪ অপরাহ্ণ
  • ৫:২২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102