গাজীপুরে ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে এক যুবতীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ঢাকা-দিনাজপুর রেলরুটের জয়দেবপুরের বিলাসপুর রেলগেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে। আনুমানিক ২৮-৩০ বছর বয়সের ওই যুবতীর পরিচয় জানা যায়নি।
জয়দেবপুর রেলজংশন পুলিশ ক্যাম্পের এস আই শহীদুল্লাহ জানান, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরের শিমুলতলী-শিববাড়ি সড়কের বিলাশপুর রেল গেইটের পশ্চিমে ঢাকা-দিনাজপুর রেলরুটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবতী। তিনি ভুরুলিয়া রেলব্রিজ পার হওয়ার সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে লেগে ব্রিজের নিচে খালে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। বেলা আড়াইটার দিকে ডুবুরিরা পানির নিচ থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করেন।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আনুমানিক ২৮-৩০ বছর বয়সের নিহত ওই যুবতীর পরনে কালো রংয়ের সেলোয়ার-কামিজ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।