সাবরাং ইউনিয়নের জিরো পয়েন্টে সাগরে গোসল করতে নেমে আরাফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল দশটায় টেকনাফ সমুদ্রসৈকতের সাবরাং জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে টেকনাফের সাবরাং পুরান পাড়ার মুহিব উল্লাহর শিশুপুত্র আরাফাত (১০) বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ভাটার টানে ডুবে যায় দুই শিশু। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মুমূর্ষু অবস্থায় শিশু আরাফাত এবং মো: শাহীনকে উদ্ধার করে। পরে আরাফাত মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহত শিশুর চাচা মোঃ আজাদ জানান, ১০-১২ জন বন্ধু সহ সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলার পর সমুদ্রে গোসল করতে নামে। এই সময় হঠাৎ আমার ভাতিজা সহ দুইজন পানিতে ডুবে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় আমার ভাতিজা কে উদ্ধার করা গেলেও কিন্তু বাঁচাতে পারিনি।