করোনা ভাইরাস (কোভিট-১৯) সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সংগঠন কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে আজকের এই সেচ্ছাসেবি সংগঠনের সাথে যুক্ত নকলা উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করছেন তাদের কে সম্মানিত করতেই এই উদ্যোগ নিয়েছে নকলা উপজেলা প্রশাসন।
৩০ শে সেপ্টেম্বর বিকেল ৪ টায় নকলা উপজেলা পরিষদের হলরুমে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
নকলা উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় আজকের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক ও ২ নং নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সোজা , কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল , যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রন্জু,যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন। নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক সহ
আরো উপস্থিত ছিলেন নকলা উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ করোনা ভাইরাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মোকাবিলায় যারা মানুষের জন্য কাজ করেছেন তাদের প্রত্যেক সহ বিশেষ করে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের কাছে নকলা উপজেলা বাসি চির কৃতজ্ঞ থাকবে ।
নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের পক্ষ থেকে মোট ৪১ টি স্বেচ্ছাসেবী সংগঠন কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় নকলা উপজেলায়বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দীর্ঘ ৩ বছর ধরে সুনামের সাথে দায়িত্ব পালন ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা সহ করোনা কালীন সময়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নকলা বাসি কে সহযোগিতা প্রদানে তার ভুমিকা ব্যাপক প্রশংসার দাবিদার বলে বক্তারা তুলে ধরেন। নকলা উপজেলা বিভিন্ন সংগঠনেরপক্ষ থেকে তাকে উপহার সামগ্রী ও ক্রেস্টের সম্মাননা প্রদান করা হয়।
নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান কে নকলা উপজেলা তার শেষ কর্মদিবসে বিদায় জানাতে উপজেলা পরিষদের হল রুমে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় । এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান আবেগ জড়িত কন্ঠে বলেন, নকলা উপজেলা বাসির প্রতি প্রশাসনের চাকরি ও ব্যক্তিগত জীবনে নিয়ে চির কৃতজ্ঞতা থাকবেন । তার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ফলে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন।