শেরপুরের ঝিনাইগাতীতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্র নায়ক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন পালিত হয়েছে । এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ পৃথক পৃথকভাবে মিলাদ মাহফিল আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ২ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেছ নাইমের সভাপতিত্বে,অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন,মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন প্রমুখ। আলোচনা শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন । অপরদিকে উপজেলা যুবলীগ, কৃষক লীগ ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু তনয়া ও বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিকাল ৪ টায় দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং জন্মদিনের কেক কাটার আয়োজন করা হয়।উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন,সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল্যাহ,উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, নলকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মিলন, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রোকন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামছুল আরেফিন প্রমুখ। আলোচনা শেষে দেশ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। । উক্ত অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি করা হয়।