গাজীপুর প্রেসক্লাবে শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন এর ৩৭-তম শাহাদৎ বার্ষিকীতে আলোচনা, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত স্বরণ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মুক্ত বলাকা’র সম্পাদক মোঃ আলমগীর হোসেন। গাজীপুর প্রেসক্লাবের সহঃসদস্য ও দৈনিক বাংলাভূমি’র বার্তা সম্পাদক এম আব্দুল লতিফ সিদ্দিকী, পবিত্র কোর-আন তেলওয়াৎ করেন। গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহ সামসুল হক রিপনের সঞ্চালয়নায় বক্তব্য রাখেন দৈঃসংবাদ প্রতিনিধি ও ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক,সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান দৈনিক বাংলাভূমি’র সম্পাদক , মোঃ নজরুল ইসলাম আজহার, কার্য্য নির্বাহি সদস্য ফারদিন ফেরদৌস,দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি মোঃ শামসুল হক ভূইয়া, মনিরুল ইসলাম গাজী প্রমুখ।
এ সময় বক্তারা শহীদ মোহাম্মদ ময়েজ উদ্দিন এর স্মৃতিচারণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনা ও দোয়া করা হয়।