শেরপুরের ঝিনাইগাতীতে ষাটোর্ধ হিন্দু ধর্মের শুকুমার রায় জীবনের শেষ প্রান্তে এসে নিজ ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করে সুকুমার থেকে শুকুর আলী হয়েছেন। সুকুমার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ডাকপিয়ন। স্ত্রী,২ছেলে ২মেয়েসহ ৬সদস্যের পরিবার ছিল সুকুমার রায়ের। জীবনে বহু চরাই উৎরাই পেরিয়ে এসেছেন তিনি। ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন। তার স্ত্রী থাকেন ছেলেদের সাথে। গত বছর যাবত নিঃসঙ্গ জীবনযাপন করে আসছিল সুকুমার রায়। তিনি হিন্দু ধর্মের হলেও এলাকার মুসলমানদের সহায়তায় চলতে হয়েছে তাকে। তাই তিনি মুসলিমদের রীতি নীতি দেখে স্বেচ্ছায় শেরপুরে নোটারি পাবলিকে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুকুমার রায় থেকে তিনি মোঃ শুকুর আলী হয়ে যান। তিনি ইসলাম ধর্ম গ্রহন করায় স্থানীয়বাসিন্দারা তার নিঃসঙ্গতা দূর করতে ২৪ সেপ্টেম্বর শুক্রবার বাঁকাকুড়া গুচ্ছগ্রামের স্বামী পরিত্যাক্তা এক নারীর সাথে মুসলিম রীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আব্দ্ধ করে দেন। এ বিয়ের বরযাত্রী ও বিয়ের খরচ যোগান নিশ্চিত করেছেন এলাকাবাসি। এলাকার লোকজন ঘটা করে বিয়েটি দেন। কাংশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনার উল্লাহ’র নেতৃত্বে গ্রামবাসিরা এ বিবাহের আয়োজন করে। এলাকাবাসী শুকুর আলীর পরিবারকে সহায়তার জন্য শেরপুরের জেলা প্রশাসকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।