বগুড়ার নন্দীগ্রামে চাল ব্যবসায়ীর গুদাম থেকে ওএমএসথর ৩৪ বস্তা কালোবাজারি চাল জব্দ করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম। নন্দীগ্রাম পশ্চিমপাড়ার চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদের গুদামে খাদ্য অধিদপ্তরের ৩০ টাকা কেজি দরের ওএমএসথর চাল মজুদ ছিলো। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ওএমএসথর ৩৪ বস্তা চাল (১৭০০ কেজি) অন্যত্র বিক্রয় করার প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানতে পেরে বেলা আনুমানিক ১ টায় নন্দীগ্রাম পৌরসভার সামনে আবুল কালাম আজাদের গুদামে তল্লাশি চালায়। সেই গুদামে তল্লাশি চালিয়ে ওএমএসথর ৩৪ বস্তা চাল (১৭০০ কেজি) জব্দ করেন।