উজিরপুর উপজেলা বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া নতুন হাট গ্রামে আরিফুল ইসলাম(২৫) নামে এক যুবকের বাঁশের সাঁকো থেকে পড়ে মৃত্যু হয়েছে। নিহত আরিফ বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া নতুন হাট গ্রামের আব্দুর রাজ্জাকের মেঝো ছেলে।
নিহতর মা ঝরিনা বেগম জানান, গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় পা স্লিপ করে খালে পড়ে স্রোতে ভেসে যায় । এসময় নিহতর ছোট ভাই শান্ত দেখেতে পেয়ে ডাকচিৎকার দিলে তিনি সহ স্থানীয়রা খালে নেমে খোজা খুঁজির ঘন্টাখানেক পরে ৪ শত গজ দূর থেকে গুরুত্বর অবস্থায় আরিফকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত্যু ঘোষনা করে। জানাযায়, আরিফের পিতা আব্দুর রাজ্জাক প্রবাসে ছিলো তাকে নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসে। আরিফ ঢাকায় রিক্সা চালাতো। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি । পরিবারের কোন অভিযোগ না থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে ।