দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিল ও একটি টিভিএস(১২৫ সিসি) মোটর সাইকেল সহ আটক করেন একজন কে থানার এসআই (নিঃ) তাজরুল ইসলাম সহ সঙ্গীও ফোর্স।আর বাকি আসামি কৌশলে পালিয়ে যায়।
গতকাল ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর দুইটার দিকে উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের নিশিবাপুর(চৌধুরী পাড়া) গ্রামে থানার পুলিশ এই অভিযান চালায়।
থানা সূত্রে জানা যায় আটককৃত আসামী পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার হাতিশোও (মোল্লা বাজার) মৃত আবুল কাশেম মীর এর ছেলে গোলাম রাব্বানী(২৩)। পলাতক আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামী বিরুদ্ধে মামলা হয়েছে আসামীকে বিঙ্গ আদালতে প্রক্রিয়াধীন।আর পলাতক আসামীদের গ্রফতার চেষ্টা অব্যাহত আছে।