শেরপুরের নকলায় বিদ্যালয়ের এসাইনমেন্ট জমা দিতে যাওয়ার পর এক স্কুলছাত্রীকে অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২০ সেপ্টম্বর) রাতে মো. সিমান্ত মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার সিমান্ত মিয়া নকলা পৌরসভাধীন গড়েরগাও এলাকার মো. হুমায়ুন কবীরের ছেলে। গত ১৮ জুলাই এ ঘটনা ঘটলেও সোমবার রাতে পৌরসভার গড়েরগাও এলাকা থেকে নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত ধর্ষক সিমান্তকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রী নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ালেখা করত। প্রায় সময় স্কুলে আসা যাওয়ার পথে সিমান্ত উত্তোক্ত করত ও কুপ্রস্তাব দিত। গত ১৮ জুলাই স্কুলের এসাইন্টমেন্ট জমা দিতে আসার সময় রাস্ত থেকে অপহরণ করেন এবং ধর্ষণ করেন সিমান্ত। এ ঘটনায় বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শেরপুর আদালতে অপহরণ ও ধর্ষণের পিটিশন দায়ের করেন ছাত্রীর পিতা ওসমান গণি। বাদীর বিজ্ঞ আদালতে দায়েরকৃত পিটিশনটি নকলা থানায় প্রাপ্ত হয়ে মামলা রুজু করে সোমবার (২০ সেপ্টম্বর) রাতে পৌরসভার গড়েরগাও থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত সিমান্তকে গ্রেফতার করে পুলিশ।