বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ গাজীপুরে বিশ্ব মান দিবস পালন শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর ২০২৪ পালিত বেনজীর সহ সকল ভূমি দস্যুদের কবল থেকে লুন্ঠিত বনভূমি উদ্ধারে ৩ দফার আল্টিমেটাম ব্যবসায়ী কবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুরে ট্রাক্টর-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু শ্রীবরদীতে ১৩ মণ্ডপে দূর্গাপুজা উদযাপন নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের পরিদর্শন

পুলিশের মানবিক উদারতায় বাবা মা ফিরে পেল তাদের সন্তানকে | সময়ের দেশ

অলিদুর রহমান অলি, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪১ বার পড়া হয়েছে

পুলিশ জনগণের শত্রু নয়, জনগণের বন্ধু। তারই বাস্তব প্রমান দিলেন টঙ্গী পূর্ব থানার অফিসার এসআই কাজী নেওয়াজ। তার এক মানবিক ফেসবুক স্ট্যাটাস এর ২৪ ঘন্টার মধ্যে বাবা মা ফিরে পায় ৭ বছর বয়সী রুপমকে। সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা বাবা-মা।
সোমবার রাতে টঙ্গী পূর্ব থানার এসআই কাজী নেওয়াজ শিশু রূপমকে তার বাবা সাগর ও মা রূপা বেগমের হাতে তুলে দেন।
টঙ্গী পূর্ব থানার এসআই কাজী নেওয়াজ জানান,
যথারীতি প্রতিনিয়িত সেবামূলক কাজ করে থাকি দেশরে জন্য, দেশের জনগনের জন্য, প্রতিটি মানুষ নিশ্চিতে ঘুমাচ্ছে, তাদের জন্য রাত জেগে নিরাপত্তা দিচ্ছে আমাদের মত লক্ষ পুলিশ বাহিনীর সদস্যরা, যাই হোক গত রবিবার যখন টহল ডিউটি করছি রাত আনুমানিক ১১ঃ৪০ টা এমন সময় ফোন, যথারীতি সালামের সাথে বলছি কে আপনি তার নাম টা বললো ( মোজাফ্ফর), একটি বাচ্চা ছেলে অনেক সময় ধরে টঙ্গী রেলস্টেশনের পাশে বসে কান্নাকাটি করছে। আমি সেখানে গিয়ে দেখি ১০/১১ বছরের একটি বাচ্চা, তাকে জিজ্ঞেসা করলাম কি হয়েছে বাবা,সে আমাকে বললো, ট্রেনে করে এসেছে, কিন্তু আর ফিরে যেতে পারছেনা, কারন সে আর চিনতে পারছেনা, যদি ভুল করে অন্য কোথাও আবার চলে যায়, যানতে চাইলাম তার নাম সে আমাকে উত্তর দিলো (রুপম) বাড়ির ঠিকানা জিজ্ঞেসায় সে জানালো তার পিতা -সাগর, মাতা- রুপা, বাড়ি/ গ্রাম সিস্টোর/ভাটাজুরি,থানা কোনটা বলতে পারেনা, জেলা-ময়মনসিংহ, বাবার মোবাইল নাম্বার কি আছে, সেটাও বলতে পারে না, তবে কি করি? এবার নিলাম তাকে আমাদের হেফাজতে। বললাম কিছু কি খেয়েছো,সে বললো না, নিলাম তাকে রাতের খাবার খাওয়ানোর জন্য একটি খাবার হোটেলে। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দেই।
তিনি আরও জানান, তাকে রেখেছিলাম আমাদের টঙ্গী পূর্ব থানার পুলিশ হেফাজতে। পরে ময়মনসিংহ ভালুকা থানায় যোগাযোগ করি এবং আমার যত পরিচিত লোক তাদের রাতেই ফোন করি ফেসবুক, ম্যাসেন্জারে ছবি পাঠাই, সবাইকে মানবিক সহায়তার জন্য এগিয়ে আসতে বলি যাতে বাচ্চাটি তার মা বাবা কে খুজে পায়। গত সোমবার হঠাৎ বিকালের দিকে ফোন আসলো, স্যার আমি রুপমের বাবা সাগর। আমার রুপমকে নিতে আসতেছি। রাতে তারা আসার পরে আবেগঘণ পরিবেশ সৃষ্টি হলো! ওর বাবা-মাকে বললাম আপনারা খবর পেলেন কি করে, তারা আমাকে বলল, স্যার কাল রাতে আপনি ফেজবুকে দিয়েছিলেন, সেই লেখা আমাদের এলাকার একটি ছেলে দেখেছে, সেই আমাদের আপনার ফোন নাম্বার দিয়েছে এবং বলেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ কাল রাতে তাকে ট্রেন স্টেশন থেকে পেয়েছে।
পরে বাবা-মার কাছে তুলে দেয়া হয় শিশু রূপমকে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪১ অপরাহ্ণ
  • ১৭:২১ অপরাহ্ণ
  • ১৮:৩৬ অপরাহ্ণ
  • ৬:০৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102