
টেকনাফের ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন পুনরায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এরা হলেন বর্তমান হ্নীলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত রাশেদ মাহমুদ আলী এবং সাবরাং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী নুর হোসেন। টেকনাফ সদর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলী আহমদের পুত্র নতুন মুখ যুবনেতা জিয়াউর রহমান জিহাদ। টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থীর শোচনীয় ভরাডুবি ঘটেছে।
হোয়াইক্যং ইউনিয়নে ১১টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর জেলা আমির বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নুর আহমদ আনোয়ারী এগিয়ে রয়েছেন। ৩নং ওয়ার্ড ঊনছিপ্রাং সরকারী প্রাইমারী স্কুল ও লম্বাবিল এমদাদিয়া মাদ্রাসা কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ রাত ১টায় নির্বাচনী কন্ট্রোল রুম থেকে ঘোষিত বেসরকারী ফলাফলে ১নং হোয়াইক্যং ইউনিয়নে ১১টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রে জামায়াতে ইসলামীর জেলা আমির বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নুর আহমদ আনোয়ারী (চশমা) মোট ভোট পেয়েছেন ৯৮২১, বাংলাদেশ আওয়ামীলীগের আজিজুল হক (নৌকা) পেয়েছেন ৭৪৩৮, আলমগীর চৌধুরী (মোটরসাইকেল) ২৮১, হাফেজ মাওঃ আবদুল্লাহ (হাতপাখা) ১৫২৪, ফরিদুল আলম (আনারস) ২২।
২নং হ্নীলা ইউনিয়নে সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর ২য় পুত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান হ্নীলা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত রাশেদ মাহমুদ আলী (নৌকা) ১০২৬৬ ভোট পেয়ে বেসরকারীভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এইচকে আনোয়ারের ২য় পুত্র আলী হোছাইন শোভন (আনারস) ৭২৭৩, কামাল উদ্দিন (মোটরসাইকেল) ২৬৫৬, মাওঃ নুরুল হোছাইন (হাতপাখা) ৫৩২।
৩নং টেকনাফ সদর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলী আহমদের পুত্র যুবনেতা জিয়াউর রহমান জিহাদ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৯৪৬৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান চেয়ারম্যান শাহজাহান মিয়া (চশমা) ৭৯৫২, আওয়ামীলীগ মনোনীত আবু ছৈয়দ মেম্বার (নৌকা) ১৮৬৭, দিদার মিয়া (রজনীগন্ধা) ৮, নুরুল আবসার (ঢোল) ৫, জাতীয় পার্টির আবদুল ওয়াজেদ (লাঙ্গল) ২৯, আবদুল্লাহ (টেবিল ফ্যান) ২২, ফারুক আলম (অটোরিক্সা) ১৭, শাকের আহমদ (ঘোড়া) ১১, হাফেজ আমহদ (টেলিফোন) ১১, মাওঃ হোছাইন আহমদ (হাতপাখা) ৩৬৭।
৪নং সাবরাং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুর হোসেন আনারস প্রতীক নিয়ে ১৪৭৪৬ ভোট পেয়ে পুনরায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ মনোনীত আলহাজ্ব সোনা আলী (নৌকা) ৯৮৭১, নুরুল হক (চশমা) ২৪, হাবিবুর রহমান (মোটরসাইকেল) ৯৩।