রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউনিয়নে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী মনোষা পুজা উদযাপন করা হয়েছে আজ। জানা গেছে, ১৮ সেপ্টেম্বর শনিবার মনোষা পুজা উপলক্ষে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবহমান বাংলার ঐতিহ্যবাহী বিশ টানাটানি খেলা আয়োজন করা হয়।এই দিন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ খাঁন, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, আহসানুল হক স্বপন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, দেবানন্দ দেবা, প্রধান শিক্ষক রবিউল ইসলা ও কামাল উদ্দিন প্রমুখ।