নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি গাজীপুর শাখার উদ্যোগে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ সেপ্টেম্বর দুপুরে গাজীপুর মহানগরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে (পিটি আই) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোঃ মিজানুর রহমান শাহীন (উপদেষ্টা নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি গাজীপুর) এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার। (উপদেষ্টা, গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও প্রধান উপদেষ্টা নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি গাজীপুর)।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন, মোঃ আনিছুজ্জামান সরকার অনিক,(উপদেষ্টা, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি গাজীপুর) এবং মোঃ আজিজুর রহমান কবির (উপদেষ্টা, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি গাজীপুর)।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোঃফজলুল হক বাবুল (উপদেষ্টা, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি গাজীপুর),আরিফুল হাসান রাজন, হাবিবুল্লাহ্ রতন,মোঃ মনির হোসেন, মোঃ মোতাহার হোসেন,এম এ সালাম এবং সাদেক ফরাজি।সঞ্চালনায় ছিলেন, মোঃ ইলিয়াস (পরিচালক, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি গাজীপুর)। অন্যান্য উপদেষ্টাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক আবুল বাশার পলাশ। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহীন আলম (নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি গাজীপুর)। প্রতিষ্ঠাতা সদস্য খন্দকার মোতাহারুল ইসলাম কেন্দ্রীয় কমিটি।আরও উপস্থিত ছিলেন, অন্যান্য নেতৃবৃন্দ। শেষে ব্লাড ডোনেশনে বিশেষ অবদান রাখায় সকল সদস্যদের সম্মাননা ক্রেশ প্রদান করা হয়।