গাজীপুর ট্যুরিস্ট ক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আজ শুক্রবার ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মহানগরের ২৮ নং ওয়ার্ডস্হ রাজবাগানের রাজকাহনে অনুষ্ঠিত হয়েছে।
এডভোকেট গাজীপুর ট্যুরিস্ট ক্লাবের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও গাজীপুর ট্যুরিস্ট ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর ট্যুরিস্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর বিএম কলেজের প্রিন্সিপাল মোঃ হুমায়ুন কবির, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সময়ের দেশ এর সম্পাদক ও প্রকাশক জাহিদুর রহমান বকুল, গাজীপুর ট্যুরিস্ট ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও এপেক্স মেডিকেল এন্ড ডায়গনিক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ আব্দুর রহমান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সামছুল আলম শিবলী, গাজীপুর বিএম কলেজের অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, সালনা চক্ষু হাসপাতাল এর স্বত্বাধিকারী মাহমুদুর রহমান পলাশ, গাজীপুর অনলাইন এর সম্পাদক এম এ কবির, মোসলেম উদ্দিন, আব্দুল হালিম সরকার, সংগঠক মোঃ কামরুজ্জামান ও সিরাজউদ্দৌলা প্রমুখ।
“দেশ দেখুন, বিশ্ব দেখুন” এই স্লোগানকে সামনে রেখে ভ্রমণ পিপাসুদের নিয়ে গাজীপুর ট্যুরিস্ট ক্লাব প্রায় এক যোগ অতিবাহিত করছে।