গাজীপুরে পথসভা অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হলো বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম,বাহাউদ্দীন নাসিমকে।
আজ বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর গাজীপুর মহানগরের ঢাকা ময়মনসিংহ সড়কস্হ নগপাড়ায় গাজীপুর মহানগর কৃষক লীগের পক্ষ থেকে উক্ত পথসভা ও সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকছেদ আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, গাজীপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোঃ আব্দুল কাদির মন্ডল।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর কৃষক লীগের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।