বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির শেরপুরের নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নূরুদ্দিন আহম্মেদ শাহিন আকন্দ (৪২) আর নেই। মঙ্গলবার (১৫সেপ্টম্বর) দিবাগত রাত অনুমান সারে ১২টার সময় হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উরফা ইউনিয়নের নিজ বাড়িতে তিনি মারা যান। ইন্নালিল্লাহি……. রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানাযায় আজ দুপুর আড়াইটার সময় লয়খা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে। শাহিন আকন্দের মৃত্যুতে নকলা উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকরাসহ শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।