উজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত রাতে ওই কিশোরী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় এক সন্তানের জনক বরিশাল বিমানবন্দর থানার পাংশা গ্রামের আঃ ছালাম হাওলাদারের পুত্র মাসুম হাওলাদারকে আসামি করে ধর্ষন মামলা দায়ের করে। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলার তালতলী উপজেলার সোবহান পাড়া গ্রামের এক দিন মজুরের কণ্যা(১৭) বাবা-মায়ের সাথে অভিমান করে গত রবিবার বরিশালে বান্ধবী ফাতেমার কাছে চাকরির খোজে চলে আসে। ফাতেমা ওই দিন সন্ধ্যায় উজিরপুর উপজেলার হারতা বাজারের ছোট ব্রিজের পাশে স্বপন মন্ডলের বাড়িতে ভাড়াটিয়া মাসুম হাওলাদারের কাছে চাকরি দেয়ার কথা বলে নিয়ে আসে। ওই রাতে মাসুম (৩২) কিশোরীকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। গত সোমবার সকালে মাসুমের দ্বিতীয় স্ত্রী রুমানা ধর্ষনের বিষয় জানতে পেরে ওই কিশোরীকে বাপের বাড়ী বরগুনাতে যাওয়ার জন্য ২ হাজার টাকা দিয়ে পাঠিয়ে দেয়। কিশোরী বাড়িতে না গিয়ে বরিশাল কোতোয়ালি থানায় হাজির হয়ে তাকে ধর্ষন করা হয়েছে জানালে কোতোয়ালি থানার ওসি উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদকে জানায়। উজিরপুর থানার ওসি আলী আর্শাদের নির্দেশে পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসলে ওই কিশোরী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাসুম হাওলাদারকে আসামি করে ধর্ষন মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম জানান, ওই কিশোরীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। উজিরপুর মডেলা থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ বলেন, কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্ত আসামি মাছুমকে শনাক্ত করা হয়েছে তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।