শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আড়াই ও তিন বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী পানিহাতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম মাসুম ও রাব্বী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পানিহাতা দক্ষিণপাড়া গ্রামের আসমত আলীর আড়াই বছর বয়সী শিশুপুত্র মাসুম ও অপর সহোদর আলী আকবরের তিন বছর বয়সী শিশুপুত্র রাব্বী বিকেলে বাড়ির বাঙিনায় খেলছিল। এসময় সবার অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরে শিশু দুই চাচাতো-জেঠাতো ভাই পানিতে পড়ে মারা যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেলে খোঁজাখুঁজির একপর্যায়ে একজনের মরদেহ পুকুর ঘাটে ভাসতে দেখা যায়। পরে পুকুরে নেমে খুঁজতে গেলে আরও এক শিশুর মরদেহ পাওয়া যায়। এরপর স্থানীয়ভাবে প্রাথমিক চেষ্টায় ব্যর্থ হয়ে স্বজনেরা বিকেল সাড়ে চারটার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় রামচন্দ্রকুড়া ইউপি সদস্য আব্দুল জুব্বার ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।