হালুয়াঘাট উপজেলার মোঃ লিমন নামের একটি মানসিক প্রতিবন্ধি ছেলে হারিয়ে গেছে। সে হালুয়াঘাট থানা গাঙ্গিনা এলাকার মো: জালালুদ্দিনের ছেলে। তার বয়স ১৭ বছর।
ছেলেটির উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং ফর্সা, স্বাস্থ্য মোটামুটি ভাল, তার পরনে ছিল লার রং এর টি-শার্ট এবং কালো রঙের এর ট্রাওজার প্যান্ট, পায়ে দুই ফিতার স্যান্ডেল পরিহিত।
১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার ভোরে অনুমানিক সময় ০৫:৩০ টায় তাদের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। তার হারানো সংক্রান্তে হালুয়াঘাট থানায় ১২ সেপ্টেম্বর ২০২১ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর-৭৬৮। কোন সহৃদয়বান ব্যক্তি লিমনের খোঁজ জেনে থাকলে বা চিনে থাকলে নিকটস্থ থানা বা তার পিতার দেওয়া (০১৯৪১-৪০৩৭০৮) নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হলো। ছেলেটির পিতা জালালুদ্দিন বলেন, গত তিন দিন আমরা বিভিন্ন এলাকা, আত্মীয় স্বজন সহ আশেপাশের সব জায়গায় খেঁাজাখুজি করেও তার সন্ধান পাচ্ছিনা। যদি কোন হৃদয়বান ব্যক্তি আমার সন্তান লিমনকে পেয়ে থাকেন তাহলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।