শেরপুরের ঝিনাইগাতীতে ১৮ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্র মিনহাজের। মিনহাজ (১৪) উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামের এরশাদ আলীর ছেলে ও স্থানীয় ধানশাইল চকপাড়া বাইতুস ছালাম কওমী মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী । গত ২৭ আগষ্ট সকালে মিনহাজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খুঁজাখুঁজি করেও মিনহাজের সন্ধ্যান না পেয়ে ১১ সেপ্টেম্বর এরশাদ আলী বাদী হয়ে থানায় একটি সাধারন ডায়েরি করেন। এর থেকে পুলিশের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর সন্ধান পেতে সারা দেশে তার ছবিসহ বেতার বার্তা পাঠায়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ দিনেও মিনহাজের কোন সন্ধান মেলেনি। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন , মিনহাজকে খুজে পেতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।