বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হল উপজেলার কৈডালা গ্রামের বুলু মিয়ার ছেলে আব্দুল্লাহ্ আল নোমান (৬) ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে জাহিদ হাসান (৭)।
শনিবার বিকালে উপজেলার কৈডালা গ্রামে এই দুই শিশুর মৃত্যু হয় বলে নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান।
তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে দুই শিশু গ্রামের পুকুরপাড়ে খেলাধুলা করতে যায়। পরে তাদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করা হয়। বিকাল ৪টার দিকে পুকুরে দুই শিশুর লাশ ভেসে ওঠে।