প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র-শস্ত্রে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখমী কৃষ্ণ দত্ত হত্যা, প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি সাধন। চার্জশীটভুক্ত পলাতক আসামীরা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবার ও বাদী সাক্ষীকে নানাভাবে ভয়-ভীতি হত্যার হুমকি দিচ্ছে।
মামলার বিবরণে জানা যায় গত ৩০ ডিসেম্বর ২০১৬ দুপুর ১২ টায় পূর্ব শত্রুতার জেরে গাজীপুর কাপাসিয়া উপজেলার পাকুরদিয়া গ্রামে পরিকল্পিত ভাবে শ্যামল দত্ত, হরিপদ দত্তের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী প্রতিবেশী কৃষ্ণ দত্তের বাড়ীতে হামলা করে। তারা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে কৃষ্ণ দত্তের উপর অতর্কিত হামলা করে। হত্যার উদ্দেশ্যে বেদম মারক-পিট গুরুত্বর জখম করে। কৃষ্ণদত্তকে বাঁচাতে ছেলে পলাশ দত্ত, স্ত্রী অনিতা রানী দত্ত এগিয়ে আসলে তাদের ওপরে উপযর্ূপরি হামলা করে গুরুত্ব জখম করে। সন্ত্রাসীরা স্বর্ণের চেইন ছিনতাই, আসবাবপত্র সহ প্রায় অর্ধ লক্ষ টাকা লুটতরাজ ক্ষতি সাধন করে। এসময়ে পাড়াপ্রতিবেশীগণ গুরুত্বর জখমীদের কাপাসিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। কৃষ্ণ দত্ত ও পলাশ দত্তের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। কিন্তু সন্ত্রাসীদের হামলার শিকার গুরুত্বর জখমী কৃষ্ণ দত্ত ২৪ ঘণ্টার মধ্যে কৃষ্ণ ঢাকার শেরে বাংলা নগর নিউরো সাইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন। এব্যাপারে কৃষ্ণ দত্ত্বের স্ত্রী অনিতা রানী দত্ত বাদী হয়ে কাপাসিয়া থানায় বিবাদী ১। শ্যামল দত্ত (২৫), পিতা- হরিপদ দত্ত, ২। হরিপদ দত্ত (৬০), পিতা- মৃত সুরেশ দত্ত, ৩। জনি রানী দত্ত (২৫), পিতা- হরিপদ দত্ত, ৪। লক্ষ্মী রানী দত্ত (৪৫), স্বামী- হরিপদ দত্ত, ৫। হারাধন দত্ত (৬৫), পিতা- মৃত মহেশ দত্ত, সর্ব সাং- পাকুরদিয়া, কাপাসিয়া, গাজীপুর এবং তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা ৩/৪ জন কে বিবাদী করে হত্যা মামলা দায়ের করে যাহার নং- ২৩(০৫)২০১৬, তারিখ- ৩১/১২/২০১৬ইং, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/১১৪/৫০৬/৩০২/৩৪ দণ্ডবিধি। কাপাসিয়া থানায় তদন্ত করে চার্জশীটে একজন কে বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল করায় বাদী নারাজী দেয়। বাদীর নারাজী পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের জন্য পিবিআই হেডকোয়ার্টার, ঢাকা, স্মারক নং- পিবিআই/মামলা/২০১৮/১৪০২, সি.আর দত্ত (পূর্ব), তারিখ- ২৬/১২/২০১৮ মূলে মামলার এজাহারে নামীয় আসামীদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র- ১, তারিখ- ০২/০১/২০১৯ ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/১১৪/৫০৬/৩০২/৩৪ দণ্ডবিধিতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু দীর্ঘ আড়াই বছরেও অভিযুক্তদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেন নি। উল্টো আসামীরা বাদী-সাক্ষীদের ভয়-ভীতি হুমকি দিচ্ছে। অনিক রানী দত্ত ও পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। বাদী ও পরিবারবর্গ চরম নিরাপত্তহীনতায় ভুগছে।
কৃষ্ণদত্ত হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও উর্ধ্বতন কতর্ৃপক্ষের নিকট জোরদাবী জানাচ্ছেন ভুক্তভোগী পরিবারটি।