শেরপুরের নকলায় কুর্শা নয়াবাড়িতে ভেজাল সুজির কারখানায় র্যাবের অভিযানে কারখানার আব্দুর রশিদকে ৪৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নকলা উপজেলার কয়েকটি কারখানার র্যাবের অভিযানের পর ভেজাল সুজি তৈরির অভিযোগে একজনকে জরিমানা করা হয়।
র্যাব জানায়, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরির গোপন সংবাদের ভিত্তিতে নকলায় এ অভিযান পরিচালনা করা হয়৷ পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমানের নেতৃত্বে একজনকে জরিমানা করা হয়েছে। এসময় র্যাব ১৪ এর স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি শাহসহ র্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন