গাজীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ‘এবারের প্রতিপাদ্য “literacy for a human-centred recovery : Narrowing the digital diviede. বিষয়ে গুরুত্তারোপে প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ হিসেবে আত্ম-প্রকশের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবে।
তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নিরক্ষর জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করার গুরুত্তারোপ করেন
আজ বুধবার,সকালে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানি শিক্ষা ব্যুরোর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে ভাওয়াল সম্মেলন কক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মোঃ আলী আকবর স্বগত বক্তব্য দেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অবঃ অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা, জেলা (উপানুষ্ঠানি) শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ খান, জেলা প্রশাসন জামে মসজিদের পেশ-ঈমাম আলহাজ্ব, মনোয়ার হোসেন প্রমুখ।