গাজীপুর জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সংগঠনের মধ্যে ২০২০-২১ অর্থবছরের অনুদানের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সকালে দেশের ৬৪টি জেলায় একযোগে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের এসব চেক প্রদান করা হয়। গাজীপুর জেলায় অনুদান প্রাপÍ ৬৭টি সমিতির মধ্যে মোট ২০ লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রনালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম ও জাতীয় মহিলা সস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। গাজীপুর অংশে সংযুক্ত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহনাজ আক্তার ও সেলিনা ইউনুছ প্রমুখ।