শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের ১৭ দিনপর রুবেল (১৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৬ সেপ্টেম্বর (সোমবার) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার পাইকুড়া গ কানিবিলের কচুরিপানার নীচ থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়। রুবেল উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামের নুরুল হকের ছেলেও পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালের ১০ম শ্রেনীর ছাত্র। পুলিশ ও স্থানীয়বাসিন্দারা জানান,গত ১৯ আগষ্ট সকালে রুবেল কাওকে না জানিয়ে নিজ বাড়ি থেকে পাইকুড়া বাজারে আসে। কিন্ত সে আর বাড়ি ফিরে আসেনি। রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। বহু খোঁজাখুজি করেও সন্ধান না পেয়ে ২৫ আগষ্ট ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ সোমবার সকালে স্থানীয়রা ওই বিলে মাছ ধরতে গেলে ওই মৃতদেহটি দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।