বগুড়া পুলিশ হাসপাতালে আজ মঙ্গলবার ৭ সেপ্টেম্বর সকালে করোনা টিকা (ভ্যাকসিন) দিতে এসো না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেকেই।
ভুক্তভুগী এক ব্যাক্তির নাম ফজলে রাব্বী তিনি জানান তিনি ২ দিন যাবত লাইনে দাড়ায়ে টিকা পাচ্ছেন না। টিকা দানকারী কর্তৃপক্ষ জানান, প্রতিদিন ৪০০হতে ৫০০ জনকে টিকা দেওয়া হচ্ছে।কিন্তুু টিকার চেয়ে জনগনের সংখ্যা বেশী। এমন অবস্থাই তাদের করার কিছু নাই।