চট্টগ্রামে স্ত্রী দায়ের করা মামলায় কথিত বাবা সাগর (৪৭) গ্রেপ্তার । শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে নগরীর পাহাড়তলীর সবুজ বাগ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দ্বিতীয় স্ত্রী মাসুমা (৩৮) বেগমের দায়ের করা যৌতুক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায় পূর্বের স্ত্রী মারা যাওয়ায় ২০০৯ সালে বিবাহের পর থেকেই দ্বিতীয় স্ত্রী মাসুমা বেগম কে বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করত। ঠিক মত ভরনপোষন না করলেও দফায় দফায় বিভিন্ন অযুহাতে স্ত্রী থেকে যৌতুকের টাকা আদায় করত। যৌতুকের টাকা দিতে অনীহা প্রকাশ করলে বিভিন্ন সময়ে করত নানান রকমের শারীরিক নির্যাতন।
এছাড়াও এই আতিকুর রহমান সাগরের বিভিন্ন অপকর্মের কথা জানান স্ত্রী মাসুমা বেগম। স্বামী আতিকুর কবিরাজি চিকিৎসার আড়ালে করা নানান অপকর্মের কথাও জানান স্ত্রী মাসুমা বেগম । নিজেকে সবার কাছে এক ভান্ডার শরীফের পীর দাবী করে সাগর বাবা নামেই পরিচয় দিতেন তিনি ।
পরবর্তী স্ত্রী মাসুমা বেগম স্বামীর নির্যাতনের বিষয়টি স্থানীয় ভাবে আপোষ মিমাংসার সুরহ না পেয়ে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করেন ।মামলা নং সি আর,৩০৭/২১। আদালত বিষয়টি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পরে পাহাড়তলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে । থানা সূত্রে জানা যায় গ্রেপ্তারের পরে রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়। সাগর ফরিদপুরের নগরকান্দা থানার বহের পুর গ্রামের পিতা মৃত তাইজুদ্দিন মোল্লার ছেলে।আরো জানা যায় আতিকুর রহমান সাগর ফোকাস সাগর বাবা বিভিন্ন সময় নারীদের সাথে অসামাজিক কার্যকলাপে যুক্ত থাক্ত, কেউ দেখে ফেললে স্ত্রী হিসেবে দাবি করে।নাম অনিচ্ছুক অনেক নারী তার দারা যৌন নির্যাতনের শিকার হয়েছে ।