শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিস্ত্রি (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। ৫ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫ টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী ৬ছেলে ১ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। ৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ব্রীজপাড় জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রুহের মাগফেরাত কামনা ও তার শুকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।