শেরপুরের ঝিনাইগাতীতে ৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী ( ১৪) ওই স্কুলছাত্রী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ডাকুরপাড় গ্রামের সামছ উদ্দিনের পালিত কন্যা ও চেঙ্গুরিয়া আনছার আলী উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। পুলিশ ও স্থানীয় বাসীনাদারা জানান,ওই স্কুলছাত্রী গত ১ সেপ্টেম্বর বুধবার সন্ধার পর নিজ বাড়ি থেকে পাশেই তার চাচার বাড়িতে যাচ্ছিল। এসময় প্রতিবেশী মুকুল মিয়ার ছেলে হৃদয় মিয়া( ২০) ও তার কয়েকজন সহযোগী ওই স্কুলছাত্রীকে অপহরন করে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে বহু খুঁজাখুঁজি করেও তাকে না পেয়ে অবশেষে সামছ উদ্দিন বাদি হয়ে ৫ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত গত ৭ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী। জানা গেছে ওই স্কুলছাত্রী সামছ উদ্দিনের আপন ভাইয়ের কন্যা। ওই ছাত্রীর জন্মের কিছু দিন পর তার বাবা ও মায়ের মৃত্যু ঘটে। এরপর থেকে ওই স্কুলছাত্রীর লালন পালনের দ্বায়িত্ব নেন সামছ উদ্দিন। সামছ উদ্দিন ওই স্কুলছাত্রীর নামে ২০ লাখ টাকা মূল্যের জমিও লিখে দেন বলে জানা গেছে। এদিকে মেয়েকে ফিরে না পেয়ে সামছ উদ্দিন ও তার পরিবারের লোকজন এখন দিশেহারা হয়ে পরেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের বিষয়ে পুলিশি তৎপরতা চলছে।