জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ দপ্তরের নতুন পরিচালক হিসেবে অঅর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এবং গবেষণা পরিচালক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালাকে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে। ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এ ৮ এর ‘ট’ ও ‘ঠ’ ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে গবেষণা পরিচালক ও ছাত্রকল্যাণ পরিচালককে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২০১৮ সালের মার্চ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. আব্দুল বাকী। তিনি বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ। তিনি বর্তমানে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক হিসেবে যে কাজ বা নাম, সেটা সমুন্নত রাখার চেষ্টা করবো। কিভাবে ছাত্রদের কল্যাণে আরো বেশি কাজ করা যায় সেই চেষ্টা থাকবে।’
তিনি আরো বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর ছাত্রদের কল্যাণে কি কি কাজ করা যায় তা নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করবো।
নবনিযুক্ত গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা বলেন, ‘বিশ্ববিদ্যালয় আমাকে দায়িত্ব দিয়েছে, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তা যথাযথভাবে পালন করার। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে উন্নয়নে আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।’
তিনি আরো বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নির্ভর করে তার গবেষণা কার্যক্রমের উপর। কত সংখ্যক এবং কতোটা কোয়ালিটিফুল গবেষণা কার্যক্রম পরিচালিত হয় তা-ই বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনে। আমার চেষ্টা থাকবে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের উন্নয়নের মাধ্যমে আরো বেশি শিক্ষককে গবেষণায় উদ্বুদ্ধ করা। যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জিত হয়।’