ইয়াছিন(০৭), পিতা মজিবুর রহমান,মাতা: মিনারা বেগম, গ্রাম হরিণাকান্দা, থানা: জামালপুর সদর, জেলা: জামালপুর।
এ/পি: বাহাদুরপুর শাহানাজ এর বাসার ভাড়াটিয়া, থানা: গাজীপুর সদর, গাজীপুর গত ২০/০৮/২০২১ ইং তারিখ সকাল বেলা বাসা থেকে খেলাধুলা করার কথা বলে বের হয়ে আর বাসায় ফিরে আসেনাই।
নিখোঁজের বর্ণনা:
গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, স্বাস্থ্য-হালকা পাতলা ধরনের, উচ্চতা প্রায় ৩ ফুট ৫ ইন্ঞ্চি,পড়নে ছিল- সাদা কালো চেক শার্ট ও জিন্স ফুলপ্যান্ট এবং পায়ে কালো সেন্ডেল। এ ব্যাপারে সদর থানায় জিডি নং-১৭০৮, তারিখ-২৯/০৮/২০২১ ইং।
যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি সন্ধান পান তাহলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
(জিএমপি) সদর থানার-
ওসি- ০১৩২০-০৭০৫২৪,
ওসি তদন্ত-০১৩২০-০৭০৫২৫,
এস.আই তুহিন-০১৩২০-০৭০৫৩৬