গাজীপুরের কাপাসিয়ায় জোবায়দা মেমোরিয়াল হাসপাতাল এন্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার নিজস্ব নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করা হয়েছে ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কাপাসিয়া বাসষ্ট্যান্ড এলাকা নিমো ফলিং স্টেশনের সংলগ্ন এই হাসপাতাল উদ্বোধন করা হয় ।
জোবায়দা মেমোরিয়াল হাসপাতাল এন্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারে চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য ও নবনির্মিত হাসপাতাল উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, ডাঃ নাজিম উদ্দিন, ডাঃ জুলফিকার আলীম লেলিন
জোবায়দা মেমোরিয়াল হাসপাতাল এন্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারে ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বাবুল।
এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ গাফফার,
কাপাসিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম খোকন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ দর্জি, যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন শেখ , আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি বলেন স্বাস্থ্য সেবা বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি সাথে তাল মিলিয়ে উন্নত সেবাই আমাদের লক্ষ্য। জোবায়দা মেমোরিয়াল হাসপাতালের সাফল্য কামনা করি।