জাতীয় শোক দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর আয়োজনে ৩০ আগস্ট গাজীপুর স্হানীয় সাগর সৈকত কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রমিক নেএী লাভলী ইয়ামিনের সভাপতিত্বে ও শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। মন্ত্রী তার বক্তব্যে বলেন, আমি শ্রমিক নিয়েই আমার সকল কর্মকাণ্ড। শ্রমিকরা ভালো থাকলে আমি ভালো থাকি। তিনি ১৫ আগস্টের রটনায় জড়িদের কিছু বিচার হলেও বাকিদের বাংলাদেশে ফিরে এনে ফাঁসী কার্যকর করতে হবে। যারা ষড়যন্ত্রে জড়িয়ে ছিল তারা কেউই ভালো নেই ভালো থাকতে পারেও না। তিনি আরও বলেন আমি সব সময় শোষিতর পক্ষে ছিলাম আছি আগামীতেও থাকবো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাসিক মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মেয়র বলেন শ্রমিকদের সাথে আমি অনেক আগে থেকেই আছি, এমনও গেছে শ্রমিকরা রাস্তায় রয়েছে মালিকরা খোঁজ নেয়নি আমি ব্যক্তিগত ভাবে শ্রমিকদের পাশে দাড়িয়েছি।আমি সব সময় শ্রমিকদের পাশে থাকবো ইনশাল্লাহ। অন্যান্যেরআ মধ্যে বক্তব্য রাখেন নেতা ওসমান আলী, শ্রমিক নেএী লীমা ফেরদৌস , মুক্তি যোদ্ধা আবুল হোসাইন, মহানগর শ্রমিক লীগের আহবায়ক আব্দুল মজিদ বিএসসি শামীম খান, আঃ জলিল , বাহার উদ্দিন বাহার সহ শ্রমিক সমন্বয় কমিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দে।