গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ টু গয়েসপুর সংযোগে রাবারড্রাম ব্রিজ বালুবাহী ভলগেট (ট্রলারের) ধাক্কায় সেতুর বেশ কয়েকটি পিলার ক্ষতি গ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এব্যপারে আজ সোমবার ৩০ আগস্ট সকালে “১৫ আগস্ট ৩ নভেম্বর ও ১৯ মার্চ গবেষণা সংসদের উদ্যোগে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অত্র গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মেহেদী হাসান বিপ্লব সাংবাদিকদের অবগত করে বলেন, দীর্ঘ দিন ধরে ব্রিজটির নিচ দিয়ে বালুবাহি ভলগেট ট্রলার বালু বোঝাই করে চলাচল করছে। প্রায় সময় বালবাহি ট্রলার ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বেশ কয়েকটি পিলার মারাক্তক ক্ষতি হয়েছে। বর্তমানে পিলার গুলো ক্ষতি গ্রস্ত হওয়ায় রাবার ড্রাম ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। ব্রিজের তল দিয়ে সাধারণ যাত্রীবাহি ট্রলার ও অবৈধ বালু বোঝাই ভলগেট ট্রলারের ধাক্কায় প্রায় সময় ঘটছে মর্মান্তিক দুর্ঘটানা। প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আহবান জানাচ্ছি ব্রিজটি দিয়ে উভয় এলাকার মানুষ ও যানবাহন চলাচলের নিরাপত্তার স্বার্থে ও সরকারী সম্পত্তি রক্ষার স্বার্থে আপনাদের লেখনির মধ্যে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার নজরে আানতে। ইতিমধ্যে গাজীপুরের জেলা প্রশাসক ও শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসারের বরাবর বর্তমানে সেতুটি চলাচলে ঝুঁকির বিষয়ে ও সমস্যা গুলো উল্লেখ্য করে বালুবাহি অবৈধ বলগেট ট্রলার চলাচল নিষিদ্ধের আবেদন করা হয়।
সংবাদ সমম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ সামসুল হক রিপন, সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান, সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সাকেব সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. রুুহুল আমিন সজিব, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদ মনিরুজ্জামান মনির প্রমুখ।