আজ শনিবার ২৮ আগস্ট ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোঃলিঃ, জিন্দাবাজার, সিলেট এরিয়া অফিসে ৩ কোটি ৭০লাখ টাকার দাবি পরিশোধ ও প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গৌরব, আলহাজ্ব মোঃকাজিম উদ্দিন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ। আরও উপস্থিত ছিলেন সিলেট এরিয়া প্রধান জনাব জাফর আহমেদ মাননীয় ডিভিপি, প্রধান কার্যালয়ের এজেন্সি শাখার প্রধান জনাব মাহবুব নুরুজ্জামান লিটন মাননীয় এভিপি, জনবীমা এরিয়া প্রধান জনাব নুরুল আলম পাটোয়ারী মাননীয় এভিপি, বাবু নির্মলেন্দু বাড়ই মাননীয় এভিপি, বাবু হরিপদ রায় টিপু মাননীয় জোনপ্রধান,সুনামগঞ্জ জোন।এই সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃমাহমুদুল হক, সিনিয়র ফেকাল্টি মেম্বার, একাডেমি অব লার্নিং লিমিটেড।সেই সাথে সিলেট এরিয়ার সকল জোনপ্রধান, সহকারী জোন প্রধানসহ ৩০০ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। এসময় সম্মানিত গ্রাহকদের মাঝে ৩কোটি ৭০ লক্ষ টাকার দাবি চেক প্রদান করা হয়।