
চট্টগ্রাম নগরীর জনবহুল ও ব্যাবসায়িক প্রাণকেন্দ্র নাসিরাবাদ ২ নম্বর গেইট ও মুরাদ পুর, কিন্তু সামান্য বৃষ্টির মধ্যেও মানুষের দুর্ভোগের শেষ নেই। বর্তমানে দশ হাজার নয়শত একুশ কোটি টাকার ৪ টি মেগা প্রকল্প কাজ চলছে। তারমধ্যে বর্তমান সিটি কর্পোরেশন দুইটি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটি ও অন্যটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে। উন্নয়ন ৭০ থেকে ৮০ ভাগ কাজ সম্পন্ন হলেও বাকি কাজ দ্রুততার সাথে সম্পন্ন হওয়া নিয়ে মানুষের মনে দুশ্চিন্তা সৃষ্টি হয়। ফলে নগরবাসী উন্নয়নের সুফল ভোগ করতে পারতেছে না । বিশেষজ্ঞরা মনে করেন উভয়ের সমন্বয়তার অভাবে উন্নয়ন কাজে ধীরগতি হচ্ছে। সাধারণ জনগণকে অফিস-আদালতে ঠিকমত পৌঁছাতে না পারায় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। নগরবাসী এই সমস্যা সমাধানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে সচেতন মহল।
।