জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের Centre for Social Science Research & Training (CSRT), JnU-এর উদ্যোগে বঙ্গবন্ধুর শিক্ষা ও সংস্কৃতি ভাবনা (Bangabandhu’s Thoughts on Education and Culture) শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ আগস্ট (রবিবার) রাত ৮:০০ টায় অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।
ওয়েবিনার এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী তার বক্তৃতায় বলেন,”বঙ্গবন্ধুর সাংস্কৃতিক ভাবনায়, বাঙ্গালীর লুকায়িত দর্শনের কিছু উপাদান যেমন মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা,গণতান্ত্রিক মূল্যবোধ প্রভৃতির সন্ধান পেয়েছি আমরা।বঙ্গবন্ধু বলতেন সাংস্কৃতিক মুক্তি ছাড়া স্বাধীনতা অর্থহীন। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে দেশে নাটক করা যেত না,নাট্য চর্চা করতে হলে কর দিতে হতো।পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরই বঙ্গবন্ধু এ কর বাতিল করেন।বঙ্গবন্ধু তার জীবনের শেষ দিন পর্যন্ত সংস্কৃতির বৈচিত্র্য ধারাকে অব্যাহত রাখতে সকল সময়ে নির্দেশ দিয়ে গেছেন।বঙ্গবন্ধু কবি সাহিত্যক ও শিল্পীদের ব্যাপারেও সচেতন ছিলেন।”
তিনি আরো বলেন,”বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।যার ফল স্বরূপ বাংলার ইতিহাস ঐতিহ্য আজ সারা বিশ্বে সমাদৃত। ”
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও পরিকল্পনা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব মো: মোশারফ হোসেন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
ওয়েবিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন Centre for Social Science Research & Training (CSRT), JnU-এর পরিচালক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো: আবুল হোসেন ও মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শাহ্ মো: নিশতার জাহান কবির।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক এর সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব নিবেদিতা রায় এর সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব সাবিহা পারভীন।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক, বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িকতা সহ নানাবিধ আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং তরুন প্রজন্মকে বেশী বেশী ইতিহাস চর্চার আহ্বান জানান।