শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে ভূমি অফিসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫২ টি ঘর নির্মাণের জন্য ২টি জায়গা চিহ্নিতকরণ করা হয়। মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকালে নালিতাবাড়ীর কাকরকান্দি বাজারস্থ ইউনিয়ন পরিষদ সংলগ্ন নব-নির্মিত ভূমি অফিসের উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএও হেলেনা পারভীন, সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস, মেয়র আবু বক্কর সিদ্দিক, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা নুরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এসময় জেলা প্রশাসক নব-নির্মিত ভবনের সামনে বৃক্ষ রোপন করেন। উল্লেখ্য ২০১৯-২০২০ ইং সালে শেরপুর গনপূর্ত বিভাগ ভবনটির নির্মানকাজ সম্পন্ন করে।