দিনাজপুরের বিরামপুর থানার বিশেষ অভিযানে ১৫২ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে- ১ জন ও পলাতক রয়েছে-১ জন।
থানা সূত্রে জানা যায়, গত কাল রাত ৯ঃ৩০ ঘটিকার সময় বিরামপুর থানাধীন ৪ নং দিওড় ইউনিয়নে কুচিয়ার মোড় (কানজগাড়ী) এলাকা থেকে-১৫২ বোতল ফেন্সিডিলসহ একজন কে আটক করে থানার এসআই ইরশাদ মিয়া সহ সঙ্গীয় ফোর্স, আসামির নামঃ মোঃ সাকিল (২৩), পিতা- মোঃ সুন্দর মিয়া, উপজেলার -গ্রামঃখিয়ার মামুদপুর (কাটাগাড়ী)। একই সঙ্গে থাকা আসামি মোঃ মমিনুর ইসলাম চেন্টু কৌশলে পালিয়ে যায়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানায়, উক্ত এই ঘটনায় আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয় মামলা অনুযায়ী আসামিকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।