২১আগস্ট, গাজীপুরে, আওয়ামীলীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে, বর্বোরচিত গ্রেনেড হামলাকারী খুনি জঙ্গি চক্রকে রুখে দাঁড়ান। ট্রুথ কমিশন গঠন করে ২১-শে আগস্ট গ্রেনেড হামলার সহায়তা-কারীদের বিচার দাবি করেন প্রধান অতিথি মহানগর আওয়ামীলীগের সভাপতি এডঃ আজমত উল্লাহ খাঁন। তিনি প্রধানমন্ত্রী সহ আহতদের রোগমুক্তি ও সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন ।
আজ শনিবার ২১ আগষ্ট সকালে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার স্টাফ রির্পোটার মোঃ মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহ্ সামসুল হক রিপনের সঞ্চালনায় অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগে সহ-সভাপতি এডঃ ওয়াজ উদ্দিন মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, মোঃ মুজিবুর রহমান, মোঃ খায়রুল ইসলাম,সিনিয়র সহ্সভাপতি মোঃ আলমগীর হোসেন, দৈনিক বাংলাভূমির সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজাহার, যুগ্ন-সধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান , সাংগঠনিক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি মোঃ মাসুদ রানা, আমাদের সময় প্রতিনিধি মোঃ আবুল হাসান প্রমুখ। পরে মহানগর নীলের পাড়া জামে মসজিদের পেশ ইমাম ইয়াছিন আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন।