আজ শুক্রবার (২০ আগষ্ট) বিকাল ৬ ঘটিকায় বিরামপুর-ঘোড়াঘাট রেলগেটের সামনে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে এলপিজি স্টেশনের উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক।
উক্ত শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলার চেয়ারম্যান খাইরুল আলম রাজু, হাকিমপুর উপজেলার চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ হারুন, বিরামপুর উপজেলার নির্বাহি অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্ত, যুবলীগের সভাপতি মোস্তফা কামাল সহ স্হানীয় আওয়ামী লীগের নেতা বর্গ ও সাংবাদিক বৃন্দ।
এলপিজি স্টেশন এর মালিক মোঃ তৌফিকুল ইসলাম খন্দকার,বলেন, এই স্টেশনটি বিরামপুরে নতুন সংযোজন হওয়াতে গ্যাস চালিত পরিবহনে গ্যাস ব্যবহারকারী গাড়িতে খরচ সাশ্রয় হবে। এর ফলে ভুক্তভোগী জনগণ যাতায়াত ভাড়ায় সুবিধা পাবে, এমনটি এলাকাবাসীর প্রত্যাশা।